লোকসভায় বি আর আম্বেদকর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নক্কারজনক উক্তি, প্রতিবাদে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল জাতীয় কংগ্রেস। অসমের গুয়াহাটিতে এরকমই এক প্রতিবাদে যথেচ্ছ কাঁদানে গ্যাস (tear gas) প্রয়োগ করে হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) পুলিশ। গ্যাসের জেরে মৃত্যু হয় অসম (Assam) কংগ্রেসের লিগ্যাল সেলের সম্পাদকের। গোটা দেশে কংগ্রেসের বিক্ষোভ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কড়া ভাবে দমন করা হয়। তবে দমনীতির শীর্ষে অসম।
অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার নেতৃত্বে গুয়াহাটিতে (Guwahati) কংগ্রেস কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেছিলেন। বুধবার অমিত শাহের মন্তব্যের পাশাপাশি ‘এক দেশ এক ভোট’ বিল এবং আদানি ইস্যুতে প্রতিবাদ করছিলেন কংগ্রেস কর্মীরা। রাজভবনের পথে যাচ্ছিলেন প্রায় কয়েকশ কংগ্রেস কর্মী।
বিক্ষোভ দমন করতে কড়া হাতে ব্যবস্থা নিতে শুরু করে হিমন্ত সরকারের পুলিশ। মুহুর্মুহু কাঁদানে গ্যাসের সেল (tear gas cell) ছোঁড়া হয় কংগ্রেস নেতাদের লক্ষ্য করে। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন কর্মী। গুরুতর অসুস্থ হয়ে পড়েন অসম কংগ্রেসের লিগ্যাল সেলের সম্পাদক (legal cell secretary) মৃদুল ইসলাম। তাঁকে গুয়াহাটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার দাবি, পরিকল্পিতভাবে তাঁদের কর্মী মৃদুল ইসলামকে হত্যা করেছে হিমন্ত সরকারের পুলিশ। ঘটনায় কাঁদানে গ্যাসের ধোঁয়ায় সাংবাদিকদের অসুস্থ হয়ে পড়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।
–
–
–
–
–
–
–