পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রকাশিত হল ৪৮ আন্তর্জাতিক কলকাতা বইমেলার ম্যাসকট, সোমবার, কলকাতার এক হোটেলে। গিল্ড সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশুশেখর দে জানালেন, ২০২৫-এর ২৮ জানুয়ারি, বিকেল ৪টেয়, সল্টলেক বইমেলা প্রাঙ্গণে এবারের বইমেলা শুরু হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের বইমেলায় থাকবে প্রায় হাজার স্টল ও টেবিল। এবারের মেলা আক্ষরিক অর্থেই হতে চলেছে খোলা আকাশের নিচে। কারণ হল থাকছে না। স্টলের ভাড়াও অনেকটা কমানো হয়েছে। কারণ প্রকাশকেরা নিজেরাই স্টল বানিয়ে নেবে। গত বছরের তুলনায় বেশি ইংরেজি বইয়ের প্রকাশক এবার অংশ নেবে। সিনিয়র সিটিজেন দিবস ‘চিরতরুণ’ উদযাপিত হবে ৪ ফেব্রুয়ারি। লেখক, প্রকাশক ও পাঠকদের নিয়ে থাকবে আলোচনাসভা।
মেলার প্রথম রবিবার, ২ ফেব্রুয়ারি উদযাপিত হবে শিশুদিবস। মোট ৯টি গেট থাকবে। একটি গেট হচ্ছে জার্মান সাহিত্যিক গ্যয়েটে, আরেকটি ভাষাবিদ ম্যাক্সমুলারের নামে। মেলায় উদযাপিত হবে নারায়ণ সান্যাল, সলিল চৌধুরি, ঋত্বিক ঘটক, তপন সিংহ, অরুন্ধতী দেবীর জন্মশতবর্ষ এবং কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবর্ষপূর্তি। শিগগিরই গুগল প্লে স্টোরে আসতে চলেছে বইমেলার অ্যাপ। সরাসরি ভার্চুয়ালি দেখা যাবে গিল্ডের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে। মেলার অন্যতম আকর্ষণ লিটারেচার ফেস্টিভ্যাল হবে ৬-৮ ফেব্রুয়ারি। ছিলেন কলকাতার জার্মান কনসাল বারবারা ফস্, গ্যয়েটে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাড্রিস ভেগে প্রমুখ।
আরও পড়ুন- ফের বঞ্চনা কেন্দ্রের! কম্পোজিট গ্রান্টে ২২ কোটি দিচ্ছে রাজ্য
_
_
_
_
_
_
_
_



























































































































