জীবিত না মৃত? জাকির হোসেনের মৃত্যুর খবর ঘিরে বিভ্রান্তি

0
2

তবলাবাদক জাকির হোসেনের (Zakir Hussain) মৃত্যুর খবর ঘিরে বিভ্রান্তি। তাঁর এক বন্ধুর সূত্রে তাঁর মৃত্যুর সংবাদ দেওয়া হলেও পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ সেই সংবাদের সত্যতা যাচাই করেনি। জাকিরের ম্যানেজার আবেদন করেন ভারতীয় সংবাদ মাধ্যমে যেন তাঁর মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো না হয়।

সান ফ্রান্সিসকোর (San Fransisco) হাসপাতালে দু সপ্তাহ ধরে হৃদরোগের আক্রান্ত হয়ে ভর্তি তবলা বাদক (tabla maestro) জাকির হোসেন, জানানো হয় পরিবারের পক্ষ থেকে। তবে তাঁর মৃত্যু নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে যে খবর ছড়ায় তাতে তাঁরা যথেষ্ট অসন্তুষ্ট। জাকিরের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় যেন এত দ্রুত তাঁর জীবন শেষের খবর না ছড়ানো হয়।

বর্তমানে হাসপাতালে আইসিইউতে (ICU) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জাকির হোসেন, জানান তার বোন। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দেখে তাঁরা অত্যন্ত বেদনাহত এ কথাও জানানো হয়।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Broadcasting) তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জাকির হোসেনের মৃত্যুর খবর জানানো হয়েছিলl যদিও পড়ে মন্ত্রকের সেই পোস্ট মুছে ফেলা হয়।