২ লক্ষ টাকা দিলেই জাল পাসপোর্ট! গ্রেফতার চক্রের আরো দুই

0
3

ক্রমশ খুলছে রাজ্যজুড়ে জাল পাসপোর্টের (fake passport) চক্র চালানো দুষ্কৃতিদের জট। বাংলাদেশের বিএনপি (BNP) নেতা সেলিম মাতব্বরের গ্রেফতারির পর থেকেই ক্রমশ স্পষ্ট হচ্ছে কোথায় লুকিয়ে রয়েছে অবৈধ পাসপোর্ট তৈরীর চক্র। এই চক্রের আরো দুই মাথা দীপক মন্ডল ও সমরেশ বিশ্বাসকে এবার গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata police)।

পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরেই বারাসাত এলাকায় জাল পাসপোর্ট তৈরীর চক্র চালাচ্ছিল সমরেশ বিশ্বাস। এর আগে বিভিন্ন ধরনের জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সমরেশ। কিন্তু তাতেও তার কোন পরিবর্তন হয়নি। জাল পাসপোর্ট (passport) তৈরি এবং তার জন্য প্রয়োজনীয় যাবতীয় জাল নথি (fake documents) তৈরির কাজও করতেন সমরেশ।

সেলিম মাতব্বরের গ্রেফতারির পরই রিপন বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সেই সূত্র ধরেই রিপনের বাবা সমরেশ বিশ্বাস ও দীপক মন্ডলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আড়াইশোর বেশি ভুয়ো পাসপোর্ট (fake passport) তৈরির অভিযোগ রয়েছে।