হায়দ্রাবাদের আহত শিশু: কেন দেখা করছেন না, জবাব অল্লুর

0
2

হায়দ্রাবাদের দুর্ঘটনা। তার জেরে জেল। ফের এক রাতেই জেলমুক্তি। এরপর জেল মুক্তির উচ্ছ্বাস দেখে নেটিজেনদের সমালোচনা, কেন আহত শিশুকে নিয়ে কোন কথা বলছেন না অল্লু অর্জুন (Allu Arjun)। প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। কেন তিনি শিশুটির সম্পর্কে কথা বলছেন না বা দেখা করছেন না, তা নিয়ে নিজেই এবার মুখ খুললেন অল্লু।

সোশ্যাল মিডিয়া (social media) পোস্টে অল্লু লিখেছেন, ছোট্ট শ্রী তেজের জন্য তিনি যথেষ্ট চিন্তিত। কিন্তু বর্তমানে আইনি জটিলতার কারণে তাঁকে শ্রী তেজের সঙ্গে দেখা করতে নিষেধ করা হয়েছে।

সেই সঙ্গে তিনি জানিয়েছেন তিনি দ্রুত শ্রী তেজের সুস্থতা কামনা করছেন। তার ও তার পরিবারের চিকিৎসার যাবতীয় খরচ তিনিই বহন করবেন বলে জানান। দ্রুত কিভাবে ছোট্ট শিশু ও তার পরিবারের সঙ্গে তিনি দেখা করতে পারেন তার অপেক্ষায় রয়েছেন, বলে পোস্টে (post) লেখেন অল্লু অর্জুন।