তবলা উস্তাদ জাকির হোসেনের (Zakir Hussain) আকস্মিক প্রয়াণে গভীর শোক ভারতের সঙ্গীত মহল থেকে শিল্পমহলে। আরব সাগরের পাড় থেকে বঙ্গোপসাগর পাড়ে কলকাতাতেও শোকের ঢেউ। একদিকে যখন হৃদয় বিদারী শোক প্রকাশ শিল্পীমহলের তখন শোকবার্তা প্রকাশ ভারতের মার্কিন দূতাবাসেরও (US Embassy, India)।
Forever in our hearts, Wah Ustaad Wah! We pay our tributes to Ustad Zakir Hussain, a true maestro who touched millions of hearts worldwide with this special video we created with him to celebrate 75 years of the U.S.-India relationship. pic.twitter.com/GvQ2CJpGNf
— U.S. Embassy India (@USAndIndia) December 16, 2024
অমর রয়ে যাবে জাকির হোসেন ও শরদ সম্রাট আমজাদ আলি খানের (Amjad Ali Khan) যুগলবন্দি। তবু জাকিরের আকস্মিক প্রয়াণ ভেঙে পড়েছেন আমজাদ। সোশ্যাল মিডিয়ায় জানালেন বিশ্বের প্রিয় তবলা বাদকের প্রয়াণে নিজের বাকরুদ্ধ হয়ে পড়ার কথা।
Words fail me at this point. I am completely heartbroken and devastated to hear about Zakir Bhai. Ustad Zakir Hussain was a phenomenon. He was indeed one of the most loved musicians the world saw. pic.twitter.com/QOJG7GrzvV
— Amjad Ali Khan (@AAKSarod) December 16, 2024
কয়েক দশক আগে একসঙ্গে সঙ্গীত পরিবেশনের স্মৃতি মনে করে আক্ষেপ সুরকার এ আর রহমানের (A R Rahman)। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রকাশ করতে গিয়ে জাকিরের সঙ্গে আরও একবার বাজানোর পরিকল্পনা শেষ হয়ে যাওয়ার আক্ষেপ করেন তিনি।
Inna lillahi wa inna ilayhi raji’un.
Zakir Bhai was an inspiration, a towering personality who elevated the tabla to global acclaim ??. His loss is immeasurable for all of us. I regret not being able to collaborate with him as much as we did decades ago, though we had planned…— A.R.Rahman (@arrahman) December 16, 2024
বাংলাতেও শোকের ছায়া জাকিরের প্রয়াণে। সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা (Haimanti Shukla) জানান তবলা উস্তাদের প্রয়াণ তাঁর জন্য পারিবারিক বিয়োগ। ভ্রাতৃসম জাকিরের প্রয়াণ তাঁর কাছে অবিশ্বাস্য জানান শিল্পী। শোকপ্রকাশ করেন সুরকার দেবজ্যোতি মিশ্রর (Debojyoti Mishra)। তবে তাঁর তবলার বোল তাঁকে স্মরণীয় করে রাখবে বলে জানান শিল্পী। অন্যদিকে বাংলার তবলাশিল্পী বিক্রম ঘোষ (Bikram Ghosh) জাকিরের প্রয়াণকে সূর্য হারানোর সঙ্গে তুলনা করেছেন।
সঙ্গীত জগতের পাশাপাশি শোক অন্যান্য মহলেরও। পদ্মবিভূষণ জাকিরের প্রয়াণে শোকপ্রকাশ করেন শচীন তেন্ডুলকরও। জাকিরের হাসি মুখ ও বিনয়ী মনোভাব স্মরণ শচীনের।
The curtains have fallen, but the beats will continue to echo in our hearts forever.
If his hands delivered the rhythms, his smiling face and humble persona conveyed a melody – always respectful to everyone around him, putting them at ease.
Rest in peace, Ustad Zakir Hussain… pic.twitter.com/a4gTg4mTNw
— Sachin Tendulkar (@sachin_rt) December 16, 2024
–
–
–
–
–
–