প্রয়াত কিংবদন্তী তবলা-শিল্পী জাকির হোসেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি। উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, প্রখ্যাত উস্তাদ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক ওস্তাদ জাকির হুসেনের অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। দেশের পক্ষে এটি বিশাল ক্ষতি। আমি মহান শিল্পীর পরিবার, ভ্রাতৃত্ব এবং অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।
১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকিরের। মাত্র ৩ বছর বয়স থেকে তাঁর তবলায় হাতেখড়ি। ১২ বছরে তার তবলা সবাইকে মুগ্ধ করে। সেই সময় থেকে তিনি দেশের বিভিন্ন প্রান্ত অনুষ্ঠান করতেন। ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হুসেনের। তবে দীর্ঘদিন ধরে আমেরিকাতেই থাকতেন কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হুসেন।
১৯৮৮ সালে পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হন তিনি। ২০০২ সালে কেন্দ্রীয় সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দেয়। ২০২৩ সালে তাঁকে পদ্মবিভূষণে ভূষিত করা হয়। এর পাশাপাশি পেয়েছেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরষ্কারও । তাছাড়াও চলতি বছরেই গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন এই তবলার জাদুকর।
আরও পড়ুন- অতুল সুভাষ মৃত্যু: সংসদীয় তদন্ত কমিটি তৈরির দাবি শহর থেকে
_
_
_
_
_
_
_






























































































































