মেট্রোর মুকুটে নয়া পালক, নোয়াপাড়া-বিমানবন্দর রুটে ট্রায়াল রান সফল

0
3

ফের কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় এটি হতে চলেছে কলকাতার পঞ্চম মেট্রো রুট। শনিবার ইয়েলো লাইনে নোয়াপাড়া-বিমানবন্দর রুটে ট্রায়াল রান সফল ভাবে সম্পন্ন করেছে কলকাতা মেট্রো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ থেকেই শুরু হবে পরিষেবা। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর পর্যন্ত ৬.২৫ কিলোমিটার পথে ইয়েলো লাইনে চলবে মেট্রো । শনিবার এই রুটে প্রথম রেক চলেছে। বিকেল চারটে ২০ মিনিটে মেট্রোর এমআর ৪০৭ কোচ ট্রায়াল রান শুরু করে। উপস্থিত ছিলেন মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার ও অন্যান্য উর্ধ্বতন আধিকারিকরা। রেকটি দমদম ক্যান্টনমেন্টে পৌঁছলে পুজোর আয়োজন করা হয়।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, নয়া এই রুটে সমস্ত প্যারামিটার ঠিকঠাক কাজ করছে কিনা এবং মেট্রো রেক নিরাপদে চলতে পারছে কিনা তা পরীক্ষা করে দেখা। নয়া এই রুট চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষ কম সময়ে দ্রুত বিমানবন্দরে পৌঁছতে পারবেন।ব্লু লাইন এবং ইয়েলো লাইনের মধ্যে যাত্রীরা রেক চেঞ্জ করতে পারবেন নোয়াপাড়া স্টেশন থেকে।