শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল! সোমবার ‘এক দেশ এক ভোট’ বিল পেশ হচ্ছে না লোকসভায়

0
2
  • বিভিন্ন ইস্যুতে একেই উত্তাল সংসদের (Parliament) শীতকালীন অধিবেশন। বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে মোদি সরকারকে। এই পরিস্থিতিতে আরও গোলমাল এড়াতেই শেষ মুহূর্তে লোকসভায় ‘এক দেশ এক ভোট’ (One Nation One Election) বিল পেশ করা থেকে পিছিয়ে এল কেন্দ্র। প্রাথমিকভাবে বিলটি সোমবার পেশ করা হবে বলে সূচিতে রাখা হয়েছিল। কিন্তু পরে যে চূড়ান্ত কার্যসূচিতে সেটি নেই।  শীতকালীন অধিবেশনে আদৌ সেই বিল পেশ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

বৃহস্পতিবার, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সংসদে ‘এক দেশ, এক ভোট’ (One Nation One Election) বিল পেশে সম্মতি জানায়। সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র। এই বিল পাশের বিষয় দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে BJP। বুধবারও এই নিয়ে সুর চড়িয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ‘এক দেশ, এক ভোট’ বিলের তীব্র বিরোধিতা TMC-সহ বিরোধীদের। পাশাপাশি, বৃহস্পতিবার সংবিধান (১২৯ সংশোধনী) বিল, ২০২৪, এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী বিল), ২০২৪ অনুমোদন করে মন্ত্রিসভা। শুক্রবার সন্ধেয় সেগুলি সাংসদদের কাছে পাঠিয়েও দেওয়া হয়। জানা যায়, সোমবার আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলগুলি সংসদে পেশ করবেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। সোমবারের চূড়ান্ত তালিকায় ওই বিলগুলি রাখা হয়নি। ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন। শেষ পর্যন্ত এই অধিবেশনে ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

‘এক দেশ, এক ভোট’ বিলের বিরোধিতায় সরব তৃণমূল-সহ অবিজেপি দলগুলি। কারণ, এই নীতি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং সংসদীয় গণতন্ত্রের আঘাত আনবে। ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির মাধ্যমে মোদি সরকার ঘুরিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো একটি ব্যবস্থা চালুর ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।