আইএসএল-এ হারের ধারা অব্যাহত মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-র কাছে হারল সাদা-কালো ব্রিগেড। ম্যাচে ১০ জনে প্রায় ৬৫ মিনিট লড়াই করেও হার আটকানো সম্ভব হয়নি তাদের। ০-১ গোলে হার মহামেডানের। মুম্বইয়ের একমাত্র গোলদাতা বিক্রম প্রতাপ সিং। ১১ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষেই রইল মহামেডান। টানা চার হারে আরও চাপ বাড়ল কোচ আন্দ্রে চেরনিশভের উপর।
কিশোরভারতী ক্রীড়াঙ্গনে এদিন ১৬ মিনিটের মাথাতেই পিছিয়ে পড়তে পারত মহামেডান। গোলকিপার ভাস্কর রায়ের ভুল পাস সোজা চলে যায় সামনে থাকা লালিয়ানজুয়ালা ছাংতের পায়ে। সামনে ফাঁকা গোলেও বল রাখতে পারেননি দেশের অন্যতম সেরা উইঙ্গার। এরপর ৩৫ মিনিটে লাল কার্ড দেখেন মহামেডানের ডিফেন্ডার ইরশাদ। তাতে আরও চাপে পড়ে আন্দ্রে চেরনিশভের দল। তবু দশজনেও রক্ষণ আগলে হার এড়ানোর মরিয়া লড়াই চালায় মহামেডান। গোমেজ, কার্লোস ফ্রাঙ্কাদের বিক্ষিপ্ত আক্রমণ ছাড়া মহামেডানের তেমন জবাব ছিল না।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে দশজনের মহামেডান। রক্ষণের ভুলে গোল হজম করে তারা। গোল করে মুম্বইকে এগিয়ে দেন বিক্রম প্রতাপ। মিনিট তিনেক পরেই সুযোগ নষ্ট করে গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন তিরি। ৫৫ মিনিটে মুম্বইয়ের ভ্যান নিয়েফের শট বাঁচান মহামেডান গোলকিপার ভাস্কর। বাকি সময়টা মুম্বইয়ের আক্রমণের সঙ্গে লড়াই চলে মহামেডান রক্ষণের। ফ্লোরেন্ট ওগিয়েররা মরিয়া হয়ে মহামেডানের দুর্গ আগলান। তবে গোটা ম্যাচে কার্যত মুম্বই গোলমুখে কোনও শট নিতেই পারেনি চেরনিশভের দল।
আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে সেরা কমলিনী ১৬ বছরেরই কোটিপতি