দক্ষিণের তিন জেলায় রবিবারও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office)। কলকাতায় ১২ ডিগ্রি- এখনও পর্যন্ত মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। এর অভিমুখ তামিলনাড়ুর উপকূলের দিকে থাকলেও তার প্রভাবে রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে। ফলে সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা (Temperature) বৃদ্ধির সম্ভাবনা। তবে, ১৮ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার পারদ স্বাভাবিক বা তার নীচেই থাকবে।
আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, এদিন বীরভূম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে। কমতে পারে দৃশ্যমানতাও। সোমবারের পর কুয়াশার দাপট বাড়তে পারে। তবে আপাতত রাজ্যের সর্বত্র শুষ্কই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তর বা দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে তাপমাত্রা। তার পরের ফের দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে পারদ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বদল বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার কলকাতায় (Kolkata) তাপমাত্রা ১২ ডিগ্রি। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। এ পর্যন্ত এটিই এ মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ ডিগ্রি। ভোরে দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আর পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ৫.৯ ডিগ্রি।
–
–
–
–
–
–
–