বিধাননগর থানা এলাকায় প্রোমোটারকে (promoter) মারধরের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ প্রোমোটারের থেকে জোর করে টাকা দাবি করা হয়। প্রোমোটার সেই টাকা না দিতে পারায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। পুলিশের দ্বারস্থ হন ওই প্রোমোটার।
বিধাননগর পুরো নিগমের (Bidhannagar Municipal Corporation) তালিকাভুক্ত প্রোমোটার কিশোর হালদারের অভিযোগ বেশ কিছুদিন ধরেই বিনা কারণে তার থেকে টাকা দাবী করছিল স্থানীয় কিছু যুবক। রবিবার সকালে তিনি নির্মাণ কাজের জায়গায় গেলে সেখানে তার উপর চড়াও হয় তারা। বন্দুকের বাঁট দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
প্রোমোটার (promoter) কিশোর হালদার বিধাননগর পুলিশের (Bidhannagar Comissionerate) দ্বারস্থ হন। তাঁর অভিযোগে উল্লেখ করা হয়েছে পুরো নিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাঁর কাছে অবৈধ টাকা দাবি করে। অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। রবিবার গ্রেফতার হয় এক দুষ্কৃতী।
–
–
–
–
–
–
–
–