পাকিস্তানের বিরুদ্ধে সেরা কমলিনী ১৬ বছরেরই কোটিপতি

0
3

আজ ছিলো মহিলাদের আইপিএল-এর নিলাম । সেখানে নজর কারলেন জি কমলিনী । এদিন কমলিনীকে নিয়ে নিলামের টেবিলে ওঠে ঝড় । মাত্র ১৬ বছরের এই ক্রিকেটার হলেন কোটিপতি । ১ কোটি ৬০ লক্ষ টাকা দিয়ে জি কমলিনীকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে ছেলেদের আইপিএল-এর নিলামে মাত্র ১৩ বছরে কোটিপতি হয়েছিলেন বৈভব সূর্যবংশী। ১ কোটি ৩০ লক্ষ টাকায় তাকে কিনেছিল রাজস্থান রয়্যালস।

এদিন আইপিএল-এর নিলামে কমলিনীর দর ছিল ১০ লক্ষ টাকা। তার নাম উঠতেই কাড়াকাড়ি শুরু হয় দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে । দাম চড়তে থাকে। শেষ পর্যন্ত ১ কোটি ৬০ লক্ষ টাকায় তাকে কেনে মুম্বই।

এদিন ছিল মহিলাদের আইপিএল-এর নিলাম । আর এদিনই ভারতের অনুর্ধ্ব-১৯ দল খেলতে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান করে পাকিস্তান। বল হাতে নজর কাড়ে সোনম যাদব। ৪ ওভারে ৬ রান দিয়ে ৪ উইকেট নেয় সে। জবাবে মাত্র ৭.৫ ওভারে ৯ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ২৯ বলে ৪৪ রান করে অপরাজিত থাকে কমলিনী। ম্যাচের সেরা হয় সে। আর এদিনই নিলামের টেবিলে ঝড় তোলেন তিনি ।

আরও পড়ুন- গাব্বায় খেলতে নেমে অনন্য নজির বুমরাহর, ভেঙে দিলেন কপিল দেবের রেকর্ড