তালিকায় কেজরিওয়াল, অতিসি: আপের প্রার্থী ঘোষণা সম্পূর্ণ

0
2

বিধানসভা নির্বাচন নিয়ে শোরগোল শুরু হওয়ার আগেই প্রার্থী তালিকা শেষ করে ফেলল দিল্লির শাসক দল আপ (AAP)। চতুর্থ তথা শেষ প্রার্থী তালিকা (candidate list) রবিবার ঘোষণার মধ্যে দিয়ে প্রকাশ্যে এলো হেভিওয়েট প্রার্থীদের নাম। যার মধ্যে রয়েছেন খোদ অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) থেকে মুখ্যমন্ত্রী অতিসি মারলেনা (Atishi Marlena)।

প্রত্যাশা মতোই নতুন দিল্লি (New Delhi) আসন থেকে লড়ছেন আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এই কেন্দ্র থেকে জিতেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার এই আসনে কংগ্রেসের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত। ফলে নতুন দিল্লি আসনে লড়াই যে বিজেপির বিরুদ্ধে হওয়ার থেকেও বিজেপি বিরোধীদের মধ্যেই হবে, তা বলাই বাহুল্য।

আপের শেষ তালিকায় নাম রয়েছে ৩৫ জন প্রার্থীর। যার মধ্যে উল্লেখযোগ্য বর্তমান মুখ্যমন্ত্রী অতিসি মারলেনা। তিনি তাঁর কালকাজি আসন থেকেই লড়ছেন। এছাড়াও নাম রয়েছে সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনেল মত নেতা মন্ত্রীদের।