বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের বল নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ‘নিয়মবিরুদ্ধ’ অ্যাকশনের জন্য শাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করল ইসিবি। ফলে ইসিবি আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না বাংলাদেশের অলরাউন্ডার।
এই নিয়ে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের তরফে এক কর্তা বলেন, “ইসিবি একটা পরীক্ষা চালায়। তাতে শাকিবের বোলিং অ্যাকশন ঠিক নয় বলে দেখা গিয়েছে। তাই ইসিবি আয়োজিত কোনও প্রতিযোগিতায় বল করতে পারবেন না শাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি খেলায় বাংলাদেশি ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরীক্ষা করা হয়। গত সেপ্টেম্বরে ছিল ম্যাচটি।“
জানা গিয়েছে, গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে শাকিবের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। ওই ম্যাচে সমারসেটের বিরুদ্ধে সারের হয়ে নেমেছিলেন শাকিব। আম্পায়ারের সেই রিপোর্টের ভিত্তিতে সমীক্ষা চালায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নিয়ম অনুযায়ী বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙবে না। কিন্তু শাকিবের কনুই তার চেয়ে বেশি ভাঙছে। সেই কারণেই নিষিদ্ধ করা হয়।
–
—
–
—
–
—
–
—
–