আজ থেকে ব্রিসবেনে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই ম্যাচটি হচ্ছে গাব্বায়। তবে প্রথমদিনই বৃষ্টির জন্য ভেস্তে যায় ম্যাচ। খেলায় বল গড়ায় ১৩.২ ওভার। তবে প্রথমদিনই সকলের নজর কাড়লেন শুভমন গিল এবং সারা তেন্ডুলকর। শুনে অবাক হচ্ছেন ? হ্যাঁ ঠিকই শুনছেন গাব্বা টেস্টে এদিন নজর কাড়লেন শুভমন-সারা।
ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সচিন তেন্ডুলকরের মেয়ে সারার সম্পর্ক নিয়ে চলছে বেশ চর্চা। দুজনকে কোনদিন একসঙ্গে দেখা না গেলেও , এদের সম্পর্ক নিয়ে চলে গুঞ্জন । আর এই গুঞ্জনের মাঝেই গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট দেখতে আসেন সচিন কন্যা। আর তাঁর উপস্থিতেই যেন ফের জল্পনা উস্কে দিল।
এদিন খেলা শুরু হতেই দেখা যায়, স্ট্যান্ড থেকে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটাচ্ছেন সারা তেন্ডুলকর। নীল পোশাক পরে সারা। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এরপর থেকেই নেটিজেনদের একাংশের দাবি, শুভমানের জন্যই হয়তো ব্রিসবেনে গিয়েছেন সচিন কন্যা।
আজ থেকে ব্রিসবেনে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফির এই ম্যাচ হচ্ছে গাব্বায়। তবে এই গাব্বার প্রথম দিনের ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে।
আরও পড়ুন- সময় ভালো যাচ্ছে না শাকিবের, অলরাউন্ডার ক্রিকেটারের বল নিষিদ্ধ করল ইসিবি
–
–
–
–
–
–
–
–