মেলেনি প্যারোলে মুক্তি, অভিমানে জেলেই অনশনে অর্ণব দাম

0
2

অসুস্থ মা, তাকে দেখতে প্যারোলে মুক্তির আবেদন জানিয়েছিলেন মাওবাদী বন্দি অর্ণব দাম। কারা কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর না করায় বর্তমানে বর্ধমান সংশোধনাগারেই অনশন শুরু করেছেন তিনি। মঙ্গলবার থেকে সেখানেই অনশনে অর্ণব।

মাসদুয়েক আগে জেলবন্দি অর্ণবের মা পড়ে গিয়ে আহত হন। বর্তমানে তিনি অসুস্থ, এই খবর পেয়ে মাকে দেখতে সোনারপুরের বাড়িতে যেতে চান মাওবাদী নেতা। তার আবেদন সংশোধনাগার কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষের কাছে পেশ করে।

তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে কারা কর্তৃপক্ষ অর্ণবের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেনি। প্রতিবাদে মঙ্গলবার থেকে বর্ধমান সংশোধনাগরে অনশনে অর্ণব। ইতিপূর্বে সংশোধনাগার থেকেই বর্ধমান বিশ্ববিদ্যালয় তার পিএইচডি সম্পূর্ণ করার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।