কেষ্টপুরের ফ্ল্যাটে তরুণীর ফাঁস লাগানো দেহ, ‘সম্পর্কের টানাপোড়েনে’ আটক যুবক!

0
2

কেষ্টপুরের আবাসনের ফ্ল্যাটে তরুণীর রহস্য মৃত্যু ঘটনায় কয়েক ঘন্টার মধ্যে এক সন্দেহভাজন যুবককে আটক করলো বাগুইআটি (Baguiati) থানার পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পরিচয় এর সূত্র ধরে গ্রেপ্তার হয় যুবক। প্রাথমিক তদন্তে অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়ে থাকতে পারে তরুণীকে।

শুক্রবার বিকালে কেষ্টপুরের রবীন্দ্রপল্লীর আবাসন থেকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল ছড়ায়। বিউটি পার্লারের (beauty parlour) কর্মী অভিষিক্তা দে স্বামীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। শুক্রবার দুপুর থেকে স্ত্রী ফোন না ধরায় স্বামী বুদ্ধদেব দ্রুত ঘরে ফিরে আসেন এবং স্ত্রীর গলায় ফাঁস লাগানো দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ফ্ল্যাটে স্বামী স্ত্রী দুজনেই থাকতেন। তাঁদের সন্তান বাবা-মায়ের চাকরির কারণে ঠাকুমা দাদুর কাছে অন্যত্র থাকত। প্রতিবেশীরা তাঁদের ঘরে তেমন কারো যাতায়াতের খবর দিতে পারেননি। এরপরই তরুণীর মোবাইল ঘেঁটে তদন্ত শুরু করে পুলিশ। সেই সূত্রে ফেসবুকের বন্ধু মুড়াগাছার কৌশিক সাহাকে শুক্রবার রাতেই আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালানো হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কৌশিকের সঙ্গে কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিষিক্তা।