গত জুলাই মাস থেকে টানা দুর্গাপুজো পর্যন্ত রেলের বিভিন্ন শাখায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য ব্যাহত হয়েছে লোকাল ট্রেনের (local train) পরিষেবা। অনেক ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছেন দূরপাল্লার ট্রেনের যাত্রীরাও। আবারও সেরকমই রক্ষণাবেক্ষণের জন্য ব্যাহত হবে হাওড়ার শাখার (Howrah division) ট্রেন পরিষেবা। সমস্যায় পড়বেন কর্ড লাইনের (cord line) যাত্রীরা। শনি, রবি ও সোমে জারি থাকবে এই হয়রানি।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে জনাই রোডে নন ইন্টারলকিং-এর (non0interlocking) কাজ হওয়ার জন্য বন্ধ রাখা হবে ট্রেন চলাচল। লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি ঘুরিয়ে দেওয়া হচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেন।
শনি এবং রবিবার বাতিল :
কর্ড লাইন
তিন জোড়া আপ হাওড়া-বর্ধমান লোকাল
দু’জোড়া আপ হাওড়া-মসাগ্রাম লোকাল
দু’জোড়া আপ হাওড়া-চন্দনপুর লোকাল
একটি আপ হাওড়া-গুড়াপ লোকাল
একটি আপ হাওড়া-বারুইপাড়া লোকাল
দুটি আপ শিয়ালদহ-বারুইপাড়া লোকাল
মেন লাইন
এক জোড়া হাওড়া-মেমারি লোকাল
তিন জোড়া হাওড়া-ব্যান্ডেল লোকাল
এক জোড়া হাওড়া শেওড়াফুলি লোকাল
ডাউন কর্ড লাইনেও একই সংখ্যক লোকাল বাতিল
পথ পরিবর্তন :
কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট
কলকাতা-অমৃতসর
কলকাতা-আমদাবাদ
কলকাতা-পটনা গরিবরথ
কলকাতা-সীতামড়ি এক্সপ্রেস
কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
কলকাতা গাজিপুর এক্সপ্রেস
শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
শিয়ালদহ-অজমের এক্সপ্রেস
জম্মু তাওয়াই-হাওড়া এক্সপ্রেস
দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস
আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস
প্রয়াগরাজ রামবাগ-হাওড়া এক্সপ্রেস
কালকা-হাওড়া মেল
মুম্বই-হাওড়া মেল
ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস
জবলপুর-হাওড়া শক্তিপুঞ্জ এক্সপ্রেস
দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস
–
–
–
–
–
–
–