গলফগ্রিনে কাটামুন্ডু রহস্য: প্রকাশিত মৃতার পরিচয়, গ্রেফতার জামাইবাবু

0
1

গলফগ্রিনে (Golf Green) রহস্যজনক কাটা মাথা উদ্ধারের ঘটনায় পুলিশের তদন্তে সামনে এলো মৃতার পরিচয়। সেই সঙ্গে মৃতার জামাইবাবু আতিকুর লস্করকে গ্রেফতার করে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। পুলিশের অনুমান প্রেমের সম্পর্কের কারণে খুন করা হয়ে থাকতে পারেন মহিলা।

টালিগঞ্জের গ্রাহামস রোডে (Grahams road) ভ্যাটে মহিলার কাটামুন্ডু উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছিল শুক্রবার। সেই ঘটনায় তিন থানার পুলিশ আধিকারিকদের নিয়ে সিট (SIT) গঠন করে রাজ্য পুলিশ। এরপর স্নিফার ডগ (sniffer dog) এনে চলে এলাকায় তল্লাশি।

পুলিশের তদন্তে উঠে আসে মৃতার নাম খাদিজা বিবি। মগরাহাটের (Magrahat) রাধানগর গ্রামে তার শ্বশুরবাড়ি। কিন্তু স্বামীর সঙ্গে থাকতেন না তিনি। কর্মসূত্রে পরিচারিকার কাজ করার দরুন রাধানগর পৈলান পাড়াতে থাকতেন। প্রাথমিক তদন্তে প্রেমের সম্পর্কের কথা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জামাইবাবু আতিকুরকে গ্রেফতার করে ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।