ডিসেম্বরের মাঝামাঝি জমিয়ে শীত পড়ার পূর্বাভাস রাজ্যজুড়ে। আবহাওয়া দফতরের দাবি উত্তুরে শুকনো বাতাস (northern air) দখল করেছে গোটা রাজ্য। যার ফলে চলতি সপ্তাহে ব্যাপক পারদ পতনের পূর্বাভাস সর্বত্র।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোটা রাজ্যে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রার পতন হতে পারে। সেই সঙ্গে পশ্চিমের ৭ জেলার জন্য শৈত্য প্রবাহের (cold wave) হলুদ সর্তকতা (yellow alert) জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমে শৈত্য প্রবাহের সতর্কতা। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কমে ১০ থেকে ১২ ডিগ্রির কাছাকাছি থাকার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
ডিসেম্বরের শুরুতে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি কাটিয়ে ওঠার পরই জাঁকিয়ে শীতের অনুভূতি কলকাতায়। গোটা রাজ্যের পাশাপাশি শহরেও তাপমাত্রা কমার প্রভাব পড়েছে। সেই সঙ্গে পূর্বাভাস রবিবার থেকে শুরু হওয়া সপ্তাহে শহরের তাপমাত্রা কমে ১২ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে কলকাতার আর্দ্রতার প্রভাব অন্যান্য এলাকার থেকে বেশি থাকবে।
–
–
–
–
–
–
–
–





























































































































