নাবালিকার ধর্ষণে মহম্মদবাজারে পুলিশের জালে সিভিক ভলান্টিয়র

0
2

মহম্মদবাজারে নাবালিকার ধর্ষণে গ্রেফতার সিভিক ভলান্টিয়র (Civic Volunteer)। চিরঞ্জীব সিংহ নামে ওই অভিযুক্ত মহম্মদবাজার (Mahammad Bazar) থানারই সিভিক ভলান্টিয়র হিসেবে কাজ করতেন। নির্যাতিতার বাড়ির পাশেই থাকেন তিনি। অভিযোগ, যৌন হেনস্থার পরে নাবালিকাকে মুখ বন্ধ রাখতে হুমকিও দেওয়া হত।

স্থানীয় সূত্রে খবর, চিরঞ্জীবের পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল নির্যাতিতার পরিবারের। সে কারণে দুই বাড়ির মধ্যে যাতায়াত ছিল। অভিযোগ, সেই সুযোগে গত নভেম্বর ওই নাবালিকাকে ধর্ষণ করেন চিরঞ্জিৎ। এই কথা কাউকে না বলতেও হুমকি দেন অভিযুক্ত। ভয়ে কাউকে কিছু বলেনি সে। কিন্তু তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের লোকেদের সন্দেহ হয়। নাবালিকার মায়ের জিজ্ঞাসাবাদের মুখে কান্নায় ভেঙে পড়ে সে। গোটা ঘটনাটি জানায়।

এই অভিযোগের ভিত্তিতে সিউড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। এর পরেই চিরঞ্জীব সিংহকে (Civic Volunteer) আটক করে পুলিশ। পরে গ্রেফতার করা হয়। নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে।