হিমন্ত-রাজ্যে উৎসবে দেদার মদ্যপান, গণধর্ষণে গ্রেফতার ৮

0
1

রাস উৎসবে মদ্যপান করে এক তরুণীর গণধর্ষণের ঘটনায় আটজনকে গ্রেফতার করল গুয়াহাটি (Guwahati) পুলিশ। গড়চুক থানা এলাকায় গণধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার পর গ্রেফতার করা হয় আট জনকে। যদিও ধর্ষিতা তরুণী পুলিশে দ্বারস্থ হননি। তাঁর খোঁজ চালাচ্ছে গুয়াহাটি পুলিশ(Guwahati police)।

নভেম্বরের মাঝামাঝি গড়চুক এলাকায় রাস উৎসব অনুষ্ঠিত হয়। সেখানেই এক তরুণ এক তরুণীকে সঙ্গে নিয়ে যায়। সেখানেই আরো ৮ যুবকের সঙ্গে বরগাঁও (Bargaon) যায় তারা। ভিডিও (video) থেকে উঠে আসে বরগাঁওতে ওই যুবকরা মদ্যপান করে। এরপর তরুণীকে গণধর্ষণ করা হয়।

গুয়াহাটি পুলিশের দাবি, নয় অভিযুক্তের মধ্যে তিনজন যুবতীকে ধর্ষণ করে এবং বাকিরা তার ছবি তোলে (filmed)। পরে সেই ভিডিওই ভাইরাল হয়। ভাইরাল ভিডিওর সূত্র ধরে ৮ জনকে গ্রেফতার করা গেলেও একজন এখনো পলাতক।

তবে যে বরগাঁও এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটেছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবকদের প্রায়ই দেখা যায় সেখানে। তারা ওইখানে এসে মদ্যপান (drink) ও অন্যান্য নেশা করে। তারই পরিণতিতে রাস উৎসবের দিন গণধর্ষণ করা হয় ওই তরুণীকে। পুলিশ ভিডিওর সূত্র ধরে নির্যাতিতার খোঁজ চালাচ্ছে।