রাজ্যের পুর এলাকার পর এবার পঞ্চায়েত এলাকাতেও অন লাইনে সম্পত্তির কর নির্ধারণ ও পরিশোধ করা যাবে। আগামী ২৩ ডিসেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে এই প্রক্রিয়া শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পঞ্চায়েতগুলির কর নির্ধারণ প্রক্রিয়ায় ত্রুটি বিচ্যুতি দূর করতে এই ব্যবস্থা চালু হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে কর চালুর বিষয়টি জানিয়ে প্রত্যেক পঞ্চায়েতকে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখতে পঞ্চায়েত দফতর নির্দেশ দিয়েছে।এবিষয়ে মানুষকে সচেতন করতে গ্রামে গ্রামে প্রচার করার নির্দেশও দেওয়া হয়েছে।
এই ধরনের প্রক্রিয়া শুরু করার আগে প্রত্যেকটি পঞ্চায়েতকে তাদের এলাকার বাসিন্দাদের সম্পত্তি কর কত হতে পারে, সেই বিষয়ে কিছু তথ্য পোর্টালে আপলোড করতে বলা হয়েছে । এর জন্য প্রত্যেকটি পরিবারকে একটি করে ফর্ম পূরণ করে পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে। প্রতিটি পরিবারকে সেই ফর্মে লিখতে হয়েছে তার কি ধরনের বাড়ি , কতগুলো ঘর, ওই সম্পত্তির বর্তমান বাজার দর কত হতে পারে ইত্যাদি। এর ভিত্তিতেই পরিবার পিছু কর নির্ধারণ করা হয়েছে ।জানা গিয়েছে, এখনও পর্যন্ত দেড় কোটির বেশি বাড়ির তথ্য আপলোড হয়েছে এই পোর্টালে।
পঞ্চায়েত দফতর বাসিন্দাদের সম্পত্তির কর সঠিকভাবে আদায় করতে সক্ষম হয়নি দীর্ঘদিন।এবিষয়ে কিভাবে বকেয়া সহ কর আদায় করা যায় তা নিয়ে দফতরের আধিকারিক সহ মন্ত্রী দফায় দফায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। শেষমেষ ঠিক হয়, অনলাইনের মাধ্যমে যেভাবে শহর কলকাতার মানুষ তাঁর নিজের কর জমা করেন ঠিক সেই ভাবেই এবার থেকে নিজেদের সম্পত্তি কর জমা করতে পারবেন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। নবান্নর আধিকারিকরা আশায় রয়েছেন দেরী হলেও এবার সঠিক ভাবে কর নির্নয় ও আদায় করতে সক্ষম হবে পঞ্চায়েত দফতর।ভরবে সরকারি কোষাগার।বিভিন্ন পঞ্চায়েতে বকেয়া কর আদায় করতে বিভিন্ন জায়গায় শিবির করা হয়েছে ও তাতে বেশ সাড়াও পড়েছে বলে জানা গিয়েছে।
–
–
–
–
–
–
–
–