ফের দিল্লির একাধিক স্কুল এবং রিজার্ভ ব্যাঙ্কেও (RBI) বোমা মেরে ওড়ানো এবং বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার সকালে বিভিন্ন স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি-মেল পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার এমন হুমকির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানী শহরে। ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন- ভয়াবহ অগ্নিকাণ্ড তামিনাড়ুর হাসপাতালে! শিশু-সহ মৃত ৭, জখম ২০
আজ পূর্ব কৈলাশের দিল্লি পাবলিক স্কুল, সালওয়ান স্কুল, মর্ডান স্কুল কেমব্রিজ স্কুলে বোমা-হুমকির জেরে ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। হুমকি ই-মেলে ৪০টি স্কুলে বিস্ফোরক রাখা কথা বলা হয়েছে।
মেল পাওয়ার পরই তৎপর দিল্লি পুলিশ। প্রতিটি স্কুলে দমকল, বম্ব ডিটেকশন টিম, স্নিফার ডগ এনে শুরু হয়েছে তল্লাশি। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। আইপি অ্যাড্রেস থেকে হুমকি ই-মেলের প্রেরককে খোঁজার চেষ্টা করছে দিল্লি পুলিশ।
_
_
_
_
_
_
_
_





























































































































