আগামিকাল বাগানের সামনে কেরালা ব্লাস্টার্স, ঘরের মাঠে জয়ই লক্ষ্য মোলিনার

0
3

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরে মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের সামনে কেরালা ব্লাস্টার্স। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জোসে মোলিনার দল। সেই জায়গায় দশম স্থানে কেরালা। তবে কোন সমীকরণ নয়, বরং প্রতিপক্ষ সমীহ বাগান কোচের।

এদিন সাংবাদিক সম্মেলনে মোলিনা বলে, “ কেরালা হয়তো নিজেদের সেরা ফর্মে নেই। বেঙ্গালুরু ম্যাচে ভাল লড়াই করেছে ওরা। তাই কোনও দলকেই ছোট করে দেখতে রাজি নই। কঠিন ম্যাচ হতে চলেছে। কে্রালাকে হারাতে গেলে সেরা ফর্ম দরকার। বাড়তি আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই। এখানে প্রতিদিন লড়াই করতে হয়। যদি কোনও ফুটবলারের মধ্যে খামতি থাকে তাহলে অন্য কেউ সেই জায়গা নিয়ে নেবে।“

কেরালার বিরুদ্ধেও গ্রেগ স্টুয়ার্টকে খেলাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রাখলেন মোলিনা। সেই নিয়ে বাগান কোচ বলেন, “গত এক মাস ধরেই গ্রেগের হাঁটুতে সমস্যা রয়েছে। আগের দিন ব্যথার কারণে অনুশীলন করতে পারেনি। অনুশীলনের পর ঠিক করব ওকে নিয়ে কী করা যায়।“ তবে এদিকে একটা দিক দিয়ে মোলিনাকে শান্তি দিয়েছে কার্ড সমস্যা কাটিয়ে কেরালা ম্যাচে ফিরছেন শুভাশিস বসু এবং আলবের্তো রদ্রিগেস।

আরও পড়ুন- বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কোটিপতি গুকেশ, কত টাকা পুরস্কার মূল্য পেলেন ভারতীয় এই দাবাড়ু ?