৬o দিনেই সুবিচার: ফরাক্কায় নাবলিকা ধর্ষণ-খুনে এক দোষীর ফাঁসির সাজা, অন্যজনের যাবজ্জীবন

0
1

আজ, শুক্রবার ৬০ দিনের মাথায় বিচার পেল ফরাক্কার ওই নাবালিকার পরিবার। আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিনেও চার্জশিট দিতে পারে নি সিবিআই। অথচ রাজ্য পুলিশ দ্রততার সঙ্গে ২১ দিনের মাথায় ফরাক্কা মামলার চার্জশিট দিয়েছিল।জঙ্গিপুর পুলিশ  সুপার আনন্দ রায়ের নেতৃত্বে তদন্তকারী দল মাত্র ২১ দিনে এই মামলার চার্জশিট দিয়েছিল।

শুধু তাই নয়, পুলিশি তদন্ত এবং ওই নাবালিকার পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায়, সাজা প্রাপ্ত দুই ব্যক্তি ওই নাবালিকাকে গণধর্ষণ করা ছাড়াও বিভিন্ন শারীরিক অত্যাচার করেছিল। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং মাথায় গুরুতর আঘাতের উল্লেখ ছিল ময়নাতদন্তের রিপোর্টে। এই মামলাটিকে প্রমাণিত করার জন্য পুলিশের তরফ থেকে একাধিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি, ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরির ‘টুল কিট’ ব্যবহার করা হয়েছে।  রাজ্যে এই প্রথম ‘ড্রোন ম্যাপিং’ করা হয় এই মামলায়।

মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায় বছর দশকের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জঙ্গিপুরের অতিরিক্ত জেলা এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় শুক্রবার দীনবন্ধু হালদার নামে এক ব্যক্তিকে  মৃত্যুদণ্ডের সাজা শোনালেন এবং শুভজিৎ হালদার নামে অন্য দোষীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। তাদের বিরুদ্ধে খুন, গণধর্ষণ ও তথ্য প্রমাণ লোপাট, অপহরণ এবং পকসো  আইনের ৬ নম্বর ধারায় আনা অভিযোগ প্রমাণ করতে সফল হন সরকার পক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার এই আদালত দু’জনকে দোষী সাব্যস্ত করেছিল।

এই মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন,  বৃহস্পতিবার বিচারক অভিযুক্তদের ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৬৫, ৬৬, ১৩৭, ১৪০, ১০৩, ২৩৮ এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় দু’জনকেই দোষী সাব্যস্ত করেছিলেন। আজ এই হত্যাকাণ্ডকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে বিচারক এই রায় শোনান।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দাদুর বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশেকের ওই নাবালিকা। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার বস্তা বন্দি মৃতদেহ।পরে পুলিশ দীনবন্ধুকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, শুভজিৎ হালদার নামে আরও এক ব্যক্তি এই খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত ছিল। ১৯ অক্টোবর তাকেও গ্রেফতার করে পুলিশ।