মার্লিন রাইজে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ম্যাচ, ম্যাচে জয়ী YSCE

0
9

মার্লিন রাইজের সৌজন্যে হয়ে গেল এক ক্রিকেট প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করতে দক্ষিণ আফ্রিকা থেকে আসে জোহানেসবার্গের ওয়াটারস্টোন কলেজের ১২ সদস্যের একটি দল। এই দলের মুখোমুখি হয় মার্লিন রাইজে যুবরাজ সিং সেন্টারস অফ এক্সেলেন্সের। যেখানে ওয়াটারস্টোন কলেজকে ৬ উইকেটে হারায় যুবরাজ সিং সেন্টারস অফ এক্সেলেন্স।

৪০ ওভারের এই ম্যাচে YSCE-এর হয়ে মূলত অংশগ্রহন করে অনুর্ধ্ব-১৩ এবং ১৫ খুদে প্রতিভাবান ক্রিকেটাররা। এদিন ওয়াটারস্টোন কলেজ টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে দশ উইকেট হাড়িয়ে ২০৭ রান করে তারা। এই রান তাড়া করতে নেমে YSCE মাত্র ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।২০৮ রান করে।

উল্লেখ্য, মার্লিন গ্রুপ এবং যুবরাজ সিং সেন্টারস অফ এক্সেলেন্স-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় YSCE একাডেমি। এই ম্যাচ নিয়ে মার্লিন গ্রুপের এমডি, সাক্ষেত মোহতা বলেন, “আমরা মার্লিন রাইজে এমন একটা ম্যাচ আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত। এই ধরনের ম্যাচগুলি আমাদের ওয়াইএসসিই -এর তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিযোগিতা করার এবং অনেক কিছু শেখার জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম তৈরি করবে।“

আরও পড়ুন- আগামিকাল বাগানের সামনে কেরালা ব্লাস্টার্স, ঘরের মাঠে জয়ই লক্ষ্য মোলিনার