লোকসভায় বাংলাদেশ বিবৃতি বিদেশ মন্ত্রীর: নেই নতুন আশ্বাস

0
3

অবশেষে বিরোধীদের চাপের মুখে লোকসভায় বাংলাদেশ নিয়ে বিবৃতি দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। তবে বাংলাদেশ সফরে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri) যে বিবৃতি দিয়েছিলেন কার্যত সেই বুলিই আওড়ে গেলেন জয়শঙ্কর।

লোকসভার অধিবেশন চলাকালীন শুক্রবার বাংলাদেশ (Bangladesh) নিয়ে প্রশ্ন তোলেন এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। তার উত্তরে বিদেশ মন্ত্রীর আশা বাংলাদেশের নতুন গঠিত সরকারের সঙ্গে উভয় পক্ষের সব ধরনের লাভজনক সম্পর্ক স্থাপিত হবে।

একদিকে যখন প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে, এমনকি অত্যাচার থেকে মুক্তি পেতে সংখ্যালঘু মানুষ সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করছেন, তখনও এই বিষয় নিয়ে কোনো অতিরিক্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিদেশ মন্ত্রীর (Foreign Minister) কাছ থেকে। এক্ষেত্রেও তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ নিজের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে।