সৃজনশীল প্রতিভার উদযাপনে অ্যাডামাসের ‘এক্সপ্রেশনস ২০২৪’ জমজমাট

0
2

সৃজনশীল পড়ুয়াদের প্রতিভার বিকাশে ‘এক্সপ্রেশনস্ ২০২৪’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পড়ুয়ারা নাচ, গান, নাটক, যুক্তি-তর্ক, কুইজ, ফটোগ্রাফি, ইত্যাদি নানা প্রতিযোগিতায় অংশ নেন। বিশেষভাবে নজর কাড়ে র‍্যাম্প শো-এর অনুষ্ঠানটি, যার বিষয় ছিল বিভিন্ন ঋতু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্প নির্দেশক একতা ভট্টাচার্য।

এক্সপ্রেশনস্ ২০২৪- এর আহ্বায়ক ছিলেন স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক (ড.) আকাশ দীপ মুনি এবং ঈপ্সিতা বন্দ্যোপাধ্যায় ও ড. সায়ক পাল।