ফের বিভ্রাট। ইন্ডিগোর প্রায় ৪০০ থেকে ৫০০ যাত্রী ২৪ ঘণ্টারও বেশি সময় আটকে রয়েছেন ইস্তানবুল বিমানবন্দরে।জানা গিয়েছে, ওই যাত্রীদের ইন্ডিগোর বিমানে দিল্লি এবং মুম্বই আসার কথা ছিল।ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে, পরিষেবা সংক্রান্ত কিছু কারণেই এই সমস্যা তৈরি হয়েছে!এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বিমানবন্দরে আটকে থাকা যাত্রীরা।
তাদের অভিযোগ, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ইস্তানবুল বিমানবন্দরে আটকে থাকা সত্ত্বেও তাদের জন্য খাবারের বন্দোবস্ত করা হয়নি। অভিযোগ, যাত্রীদের ন্যূনতম পরিষেবাটুকুও দেওয়ার ব্যবস্থা করেনি ইন্ডিয়ো কর্তৃপক্ষ। যাত্রীদের মধ্যে কয়েকজন অসুস্থ ব্যক্তি রয়েছেন বলেও দাবি করা হচ্ছে।এক আটকে পড়া যাত্রী তার এক্স অ্যাকাউন্টে ইন্ডিগো কর্তৃপক্ষের উদ্দেশে লিখেছেন, আমাদের ইন্ডিগোর বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল। প্রায় ৫০০ মানুষ এখানে আটকে রয়েছে। রাত ৮টা ১০ মিনিটে এই বিমান ছাড়ার কথা ছিল। এখন বলা হচ্ছে সেই বিমান ছাড়তে দেরি হবে। কিন্তু, কেন দেরি হবে, সেটা স্পষ্ট করে জানানো হচ্ছে না। বলা হচ্ছে, ওই বিমান পরদিন দুপুর ১টা ৩০ মিনিটে ছাড়া হবে! এটা জঘন্য।
আরও এক যাত্রী লিখেছেন, শুনুন ইন্ডিগো, আপনারা ইস্তানবুল থেকে মুম্বইয়ের পথে ১২ ডিসেম্বর যে বিমান চালাবেন বলে জানিয়েছিলেন, সেটা একটা ধ্বংসে পরিণত হয়েছে। ওই বিমান এখান থেকে রাত ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল। পরে বলা হয়, বিমান ছাড়তে কিছুটা দেরি হবে এবং ওই দিনই রাত ১১টায় সেটা উড়ান শুরু করবে। খুব ভালো কথা। আমরা তার জন্য অপেক্ষা করেছি।
–
–
–
–
–
–
–
–