মুম্বইয়ের বান্দ্রায় একটি বাড়ি নিয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। সচিন তেন্ডুলকরের সঙ্গে রেকর্ড গড়েছেন। যদিও শৃঙ্খলা ধরে রাখতে পারেননি। ক্রিকেট থেকে নিজের দোষে হারিয়ে গিয়েছেন। তেমনই হারিয়েছেন অনেক কিছুই। বান্দ্রায় যে বাড়িটি নিয়েছিলেন বিনোদ কাম্বলি তার দাম প্রায় ৬ থেকে ৮ কোটি। যদিও লোন এবং মেইনটেনেন্সের টাকা শোধ করতে না পারায় সেটাও এখন হাতছাড়া। বিনোদ কাম্বলি, অজিঙ্ক রাহানে, অজিত আগরকরের মতো মুম্বইয়ের অনেক ক্রিকেটারেরই বান্দ্রার জুয়েল টাওয়ারে অ্যাপার্টমেন্ট রয়েছে। অনেকে এখনও থাকেন।
এই অ্যাপার্টমেন্টে বিনোদ কাম্বলিরও 3 BHK ফ্ল্যাট রয়েছে। তার আনুমানিক দাম, ৮ কোটি। লিভিং রুম, ওপেন স্টাইল কিচেন সবই রয়েছে। বাড়িতে একঝাঁক ছবি রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ছবিই বন্ধু এবং সতীর্থ সচিন তেন্ডুলকরের সঙ্গে। বিনোদ কাম্বলির বিরুদ্ধে ২০১৩ সালে অভিযোগ দায়ের হয়, মেইটেন্যান্সের টাকা শোধ করেননি। তখনই সেটার পরিমাণ ছিল ১০ লক্ষ টাকারও বেশি।
শুধু তাই নয়, হোম লোন এবং কার লোনের ক্ষেত্রেও একই সমস্যা। বিনোদ কাম্বলি এবং তার স্ত্রীর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ ওঠে সেই ২০১৪ সালে। এখন তার পরিস্থিতি আরও সঙ্গীন। অনেক সতীর্থই চাইছেন বিনোদ কাম্বলিকে স্বাভাবিক জীবনে ফেরাতে। চেষ্টাও করছেন।কিন্তু শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে পরিস্থিতি কেউ জানেন না।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.