KIFF: সিনে পার্বণের দশমীতে পুরস্কারের আলোয় ঝলমলে ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

0
1

সাত দিন ধরে শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনে দর্শনের টুকরো স্মৃতির আজ যবনিকা পতন। শেষ হলো ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (30th Kolkata International Film Festival)। গত ৪ ডিসেম্বর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে উৎসবের সূচনা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমাপ্তি লগ্নেও দিলেন উৎসব সফলতার শুভেচ্ছা বার্তা।

রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে KIFF-এর সমাপ্তি পর্বে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য-সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, কিফ(KIFF ) সেক্রেটারি শান্তনু বসু, ফ্রান্সের পরিচালক নিকোলাস ফ্যাসিনো, চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারপার্সন গৌতম ঘোষ, অভিনেতা সোহম চক্রবর্তী, পাওলি দাম, ঋতাভরী চক্রবর্তী, ইটালির কনস্যুলেট জেনারেল রিকার্ডো কোস্টা। অনুষ্ঠান সঞ্চালনা দায়িত্বে ছিলেন সব্যসাচী-পুত্র অভিনেতা অর্জুন চক্রবর্তী। শেষ দিনেও সিনেমা দেখার ভিড় চোখে পড়ার মতো। এদিন সমাপ্তি অনুষ্ঠানের সূচনায় ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) ডান্স ট্রুপ নৃত্য পরিবেশন করে। এবার প্রতিযোগিতামূলক সিনেমার পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়। দেশ-বিদেশি এত ছবির মধ্যে সেরার সেরা খুঁজে দেওয়া সহজ কাজ ছিল না। বিচারকরা সেই কথাই বললেন। তবে ফ্রান্স, পোল্যান্ড, বুলগেরিয়া কিম্বা ব্রাজিলের সিনে নির্মাতারা উচ্ছ্বসিত বাঙালির চলচ্চিত্র উন্মাদনা দেখে। বিদেশে অতিথিদের প্রাপ্য সম্মানও দিল KIFF। সিনে আড্ডার শূন্য মঞ্চ মন খারাপ করলেও রবীন্দ্রসদনে বিজয়ীদের উচ্ছ্বাস বুঝিয়ে দিল এভাবেই বারবার ফিরে আসুক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষের ঘোষণা থেকেই আগামী বছরের কিফের (KIFF) প্রতীক্ষা শুরু।

এক নজরে দেখে নেওয়া যাক ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরার সেরা পুরস্কারের মুকুট উঠল কাদের মাথায়?

গোল্ডেন রয়াল বেঙ্গল টাইগার পুরস্কার (Golden Royal Bengal Tiger Award)

* সেরা তথ্যচিত্র মূলক (স্পেশাল জুড়ি পুরস্কার) : MELVIE ASSAM
* সেরা তথ্যচিত্র মূলক (পুরস্কার মূল্য ৩ লক্ষ টাকা) : ভবতোষের কারখানা (BHOBOTOSHER KARKHANA)
* সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি (স্পেশাল জুড়ি পুরস্কার) : MOZZAT
* সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি (পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা): GOOLAR KE PHOOL

সেরা এশিয়ান ফিল্ম ( NETPAC Award) :

* সেরা ছবি – পুতুলনামা (PUTULNAMA)
* বেঙ্গলি প্যানারোমা: সেরা ছবি (পুরস্কার মূল্য ৭ লক্ষ টাকা): – ধ্রুবর আশ্চর্য জীবন

হীরালাল সেন মেমোরিয়াল পুরস্কার

* ভারতীয় ভাষায় সেরা ছবি: জুড়ি পুরস্কার – নুক্কড় নাটক (NUKKAD NATAK- A STREET PLAY)
* সেরা পরিচালক (পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা) : আরিয়ান চন্দ্র প্রকাশ
* সেরা ছবি পুরস্কার (পুরস্কার মূল্য ১০লক্ষ টাকা) : লাচ্ছি (LACHHI)

আন্তর্জাতিক প্রতিযোগিতা -ইনোভেশন ইন মুভিং ইমেজস:

* FEPRESCI পুরস্কার (সেরা ছবি) : TARIKA (SADOTO)
* স্পেশাল জুড়ি পুরস্কার: Dead Man’s Switch
* সেরা পরিচালক (পুরস্কার মূল্য ২১ লক্ষ টাকা) : ANA ENDARA
* সেরা ছবি (পুরস্কার মূল্য ৫১ লক্ষ টাকা) : TARIKA