বাংলাদেশে সংখ্যালঘু আক্রমণে ব্যবস্থা নিক কেন্দ্র, ফেক ভিডিওয় অশান্তির ছক: নাম না করে বিজেপিকে নিশানা মমতার

0
1

বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের উপর আক্রমণে ব্যবস্থা নিতে হবে কেন্দ্রকেই। বুধবার, নির্মীয়মাণ জগন্নাথ মন্দির সরেজমিনে পরিদর্শনের পরে সাংবাদিকদরের প্রশ্নের উত্তরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নাম না করে বিজেপিকেও নিশানা করেন মমতা। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে।“

দিঘার জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শন করার পরে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করা করলে তিনি সাফ জানান, “এটা ভারত সরকারের ব্যাপার। আমরা চাই ওরা হিন্দুদের রক্ষা করুক। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। দায়িত্ব নিয়ে দায়িত্ববান বিরোধী দলের পরিচয় দিচ্ছে।“ এরপরেই নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, “এগুলি করা উচিত নয়। এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। তাঁদের তো নিজেদের সরকার আছে, তাঁরা তো নিজেদের সরকারের কাছে জিজ্ঞেস করতে পারে, কোনটা করা উচিত এবং কোনটা নয় ? যাদের বিরোধীতা করার সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে। দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আর কেন্দ্রের শাসকদল, তাঁরা যদি নিজেদের রাজনীতি করবার জন্য,…প্রধানমন্ত্রীর যেটা দায়িত্ব সেটা তাঁরা পালন করছে…বলুন আইনটা নিজেদের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে।“

মুখ্যমন্ত্রীর (Mamata Bandopadhyay) কথায়, “হিন্দুদের উপর নির্যাতন কখনই মেনে নেব না। ভারত সরকার ব্যবস্থা করছে। বর্ডারগুলো খোলাই রয়েছে। ভিসাও পাওয়া যাচ্ছে। যারা আক্রান্ত তাঁরা বাংলায় চলে আসুন। কিন্তু, এটা ভারত সরকারের ব্যাপার, পশ্চিমবঙ্গ সরকার ব্যাপার নয়। এটা ওদের দায়িত্ব। বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা ভারত সরকারই নেবে।”

সোশাল মিডিয়ায় ভুয়ো ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চক্রান্ত চলছে। সোশাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে একদল দুষ্কৃতী।