এক দিনে জোড়া বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। মঙ্গলবার দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল আনা হয় রাজ্য বিধানসভায়। ‘দ্য রবীন্দ্রনাথ টেগোর ইউনির্ভাসিটি বিল ২০২৪’ এবং ‘রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪’ অধিবেশনে পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এই বিল দু’টি নিয়ে মোট ৬৪টি সংশোধনী আনেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্ববিদ্যালয়টি পরিচালনার দায়িত্বে থাকছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। আগামী বছর জুলাই মাস থেকে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় এই বিশ্ববিদ্যালয়টি চালু হবে। বিশ্ববিদ্যালয় দু’টির পরিদর্শক হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য ১৯৯৯ সাল থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বারংবার শিক্ষা দফতরে আবেদন করেছিল। ২০১৮ সালে শেষ বার আবেদন করলে, তাতে সাড়া দেয় শিক্ষা দফতর। প্রতিনিধি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গাটি খতিয়ে দেখা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে চলতি বছর এই বিশ্ববিদ্যালয় তৈরির ছাড়পত্র দেন। মঙ্গলবার শেষ পর্যন্ত সেই বিল পাশ হল বিধানসভায়।
এই উপলক্ষ্যে এদিন বিধানসভায় এসেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সন্ন্যাসীরা। মুখ্যমন্ত্রী ও তার সরকারকে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানান তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি তৈরি হতে চলেছে হুগলি জেলার ধনেখালিতে। পরিচালনার দায়িত্বে থাকবে কালিপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট। তবে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, টেগোরের জায়গায় ঠাকুর করার বিষয়টি বিবেচনার জন্য আমিও সংশ্লিষ্ট বিভাগের কাছে জানাব।










 
 
 
 


























































































































