সুপ্রিম কোর্টে আর জি কর শুনানি: আগামী সপ্তাহে CBI সাক্ষ্যগ্রহণ শেষের সম্ভাবনা

0
3

রাজ্যের তদন্তের পথেই আর জি করের ঘটনায় অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে রেখে চার্জশিট (chargesheet) পেশ করেছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী সপ্তাহের মধ্যে সেই মামলায় সাক্ষ্যগ্রহণও শেষ হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টে (Supreme Court) দাবি করলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। মঙ্গলবার প্রথমবার এই মামলা শুনলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। খুন-ধর্ষণের মামলার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তার জন্য তৈরি ন্যাশানাল টাস্ক ফোর্সের (NTF) কার্যপ্রণালীর বিস্তারিত শোনেন প্রধান বিচারপতির বেঞ্চ। ১২ সপ্তাহের মধ্যে এনটিএফকে চূড়ান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে মঙ্গলবার মামলার শুনানিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল (Solicitor General) জানান, এই মামলায় তিন ধরনের অপরাধী। প্রথমত, খুন ও ধর্ষণের অভিযুক্ত। দ্বিতীয়, হামলার অভিযুক্ত। তৃতীয় বেআইনি কার্যকলাপে অভিযুক্ত। তদন্তের বর্তমান অবস্থা জানতে চান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna)। নির্যাতিতার পরিবারের পক্ষে আইনজীবী জানান, ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ (witness) হচ্ছে খুন ধর্ষণের মামলায়। আগামী সপ্তাহের মধ্যেই সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা সিবিআইয়ের (CBI)। এই মামলাতেই মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে পেশ করেছে সিবিআই।

আর জি কর মামলার শুনানি প্রথমবার হল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। এই ঘটনার জেরে দেশের হাসপাতালগুলির নিরাপত্তায় যে টাস্ক ফোর্স গঠন করেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ, সেই টাস্ক ফোর্সের কাজ সম্পর্কে বিস্তারিত তথ্য পেশের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এই প্রসঙ্গেই প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, ন্যাশনাল টাস্ক ফোর্সের (NTF) সুুপারিশ প্রসঙ্গে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল তাদের অভিমত জানাবে ৬ সপ্তাহের মধ্যে৷ বিভিন্ন চিকিত্‍সক সংগঠনও প্রয়োজনে তাদের মতামত জানাতে পারে, নির্দেশ দেন প্রধান বিচারপতি৷ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অভিমত জানার পরে দেশের সর্বত্র সরকারি হাসপাতালে কর্মরত চিকিত্‍সক ও চিকিত্‍সাকর্মীদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে ১২ সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে ন্যাশনাল টাস্ক ফোর্সকে৷