বলিউডের ‘বীরু’র বিরুদ্ধে প্রতারণার মামলা! আদালতের সমন পেলেন ধর্মেন্দ্র

0
2

বিপাকে বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্র (Dharmendra)। এবার আদালতের সমন গেল তাঁর কাছে। জানা যাচ্ছে দিল্লির এক ব্যবসায়ী অভিযোগ করেছেন যে ধাবায় বিনিয়োগের নামে প্রতারণা করেছেন মেগাস্টার। অভিনেতার পাশাপাশি আরও দুজনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে খবর।

দিল্লির ব্যবসায়ী সুশীল কুমার (Sushil Kumar) অভিযোগ করেছেন যে ‘গরম ধরম ধাবা’র ফ্র্যাঞ্চাইজি (এর সঙ্গে যুক্ত আছেন ধর্মেন্দ্র বলেই খবর) থেকে লাভের প্রলোভন দেখিয়ে তাঁকে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্তরা তাঁকে জানিয়েছিলেন যে দিল্লি ও হরিয়ানার রেস্তরাঁ থেকে অন্তত ৭০ থেকে ৮০ লক্ষ টাকা লাভ হয়। যদি তিনি ৪১ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে ৭ শতাংশ লাভ হবে। একাধিক মিটিং ও ইমেলের পর তাঁকে মোট ৬৩ লক্ষ টাকা বিনিয়োগ ও একটি জমির বন্দোবস্ত করতে বলা হয়। তিনি চেক মারফত ১৭.৭০ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু অভিযুক্তরা তাঁর সঙ্গে দেখাও করেননি বা জমিও দেখতে যাননি বলে অভিযোগ। দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট ধর্মেন্দ্র ও দুই অভিযুক্তকে সমন জারি করেছে। যদিও এই নিয়ে ধর্মেন্দ্র বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।