আড়াই দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে গেলেও, অ্যাডিলেডের টেস্ট ম্যাচ নিয়ে চলছে এখনও বিতর্ক। প্রথমে মহম্মদ সিরাজ-ট্রাভিস হেড বিতর্ক। আর এবার জানা যাচ্ছে, অ্যাডিলেডে টেস্ট চলাকালীন বার করে দেওয়া হয় ভারতের এক সমর্থককে । জানা যাচ্ছে, দিন-রাতের টেস্ট চলাকালীন গ্যালারিতে বসে থাকা এক ভারতীয় সমর্থক একটি স্যান্ডপেপার বার করে অস্ট্রেলিয়ার দর্শকদের দেখাচ্ছিলেন, সেই কারণেই ভারতীয় সেই সমর্থককে বার করে দেন নিরাপত্তারক্ষীরা।

জানা যাচ্ছে, দিন-রাতের টেস্ট চলাকালীন গ্যালারিতে বসে থাকা এক ভারতীয় সমর্থক একটি স্যান্ডপেপার বার করে অস্ট্রেলিয়ার দর্শকদের দেখাচ্ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার সমর্থকেরা বিষয়টি ভাল ভাবে নেননি। স্টেডিয়ামে থাকা নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ করেন অজি সমর্থকেরা। নিরাপত্তারক্ষীরা ওই ভারতীয় সমর্থককে ধরে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান। যাওয়ার সময়ও একটি হলুদ রঙের স্যান্ডপেপার বার করে অসি সমর্থকদের দেখাতে থাকেন ওই ব্যক্তি।

আসলে ছ’বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃত করার অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ক্রিকেটারকে শাস্তি পেতে হয়েছিল। সেই ঘটনার কথা মনে করিয়ে দিতে চেয়েছিলেন ওই সমর্থক। ২০১৮ সালের কথা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলছিল অস্ট্রেলিয়ার। সেখানে চোখে পড়ে অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করছেন। ঘটনার দায় নেন ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভ স্মিথ। যার ফলে তাঁদের একবছরের জন্য নির্বাসিত করা হয়। স্মিথের নেতৃত্ব যায়। ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এই ঘটনা পরিচিত হয় ‘স্যান্ডপেপার গেট’ নামে।
আরও পড়ুন- আইসিসির চেয়ারম্যান পদে বসতেই কড়া পদক্ষেপ জয় শাহ’র



 
 
 
 



































































































































