কুলপিতে তৃণমূল নেতা খুনে আটক ২

0
1

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas)কুলপির দৌলতপুরের বাসিন্দা গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য নুরউদ্দিন হালদারের (Nooruddin Haldar) মৃত্যুর ঘটনায় দুজনকে আটক করল পুলিশ (Kulpi Police Station)। ধৃতরা হলেন ইলিয়াস হালদার এবং রউফ হোসেন হালদার। রবিবার সন্ধ্যায় নামাজ পড়তে যাওয়ার সময় তৃণমূল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। তাঁর ভাই ইসমাইলও দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন। রক্তাক্ত অবস্থায় দুজনেই লুটিয়ে পড়েন। ততক্ষণে অবশ্য দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। তৃণমূল নেতা ও তাঁর ভাইকে কুলপি গ্রামীণ হাসপাতালে (Kulpi Hospital)নিয়ে যাওয়া হলে নুরউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। বাড়ির লোক এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলার সময় ইলিয়াস এবং রউফ হোসেন নামে দুজনের কথা জানতে পারেন তদন্তকারী অফিসাররা। এরপরই সন্দেহের জেরে দুজনকে আটক করা হয়। যদিও খুনের নেপথ্যের কারণ এখনও স্পষ্ট নয়।