পূর্বাভাস মতোই মেঘলা আকাশে বৃষ্টি ভিজল কলকাতার দুপুর (Rain in Kolkata)। নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝায় ফের ঠান্ডার পথে কাঁটা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল। তবে সোমবার দুপুর থেকেই ঝিরঝিরে বৃষ্টি উত্তর ও মধ্য কলকাতায়। যদিও এতে বিন্দুমাত্র ঠান্ডা বাড়েনি। উল্টে রাতের তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে সোমবার কলকাতার তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা রবিবারের থেকে সামান্য বেড়েছে। মঙ্গলবার আরও বাড়তে পারে তাপমাত্রা। ডিসেম্বর মাসের এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এখনও সেভাবে ঠান্ডা জমিয়ে বসতেই পারল না বাংলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১ থেকে ২ ঘন্টায় পূর্ব বর্ধমান এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসতে চলেছে। এ ছাড়া, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সন্ধের পর বৃষ্টি হতে পারে।




 
 
 
 


































































































































