মঙ্গলবার তিনদিনের সফরে সৈকত শহরে মুখ্যমন্ত্রী

0
2

দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) কাজ পরিদর্শনে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর ) সৈকত শহরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনদিনের এই সফরে আগামিকাল বাইরে থেকে মন্দির চত্বর ঘুরে দেখলেও বুধবার জগন্নাথ মন্দির সম্পূর্ণ ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী (CM)বলে নবান্ন সূত্রে খবর মিলেছে। নির্মাণকাজ কতটা এগিয়েছে তার সম্পূর্ণ খতিয়ান দেখা হবে বলেও জানা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় ফিরে আসবেন মমতা।

গত সোমবার বিধানসভায় রামনগরের বিধায়ক অখিল গিরিকে (Akhil Giri) দেখামাত্রই জগন্নাথ মন্দিরের কাজ নিয়ে প্রশ্ন করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। বিধায়ক আপডেট দিলেও মুখ্যমন্ত্রী জানান, তিনি নিজে গিয়ে সবটা পর্যবেক্ষণ করে দেখবেন। ২০১৯ সালে দিঘায় গিয়ে মমতা জানিয়েছিলেন, ওল্ড দিঘার (old digha) জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে। এই কাজ হিডকোকে দিয়ে করানো হবে। সেই মতো শুরু হয় কাজ। প্রায় ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব‌্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ‌্য সরকার। মুখ্যমন্ত্রী আসার আগে গত বৃহস্পতিবার গভীর রাতে জগন্নাথধামের মূল মন্দিরে চূড়া বসানো হয়েছে। শুক্রবার বাকি মন্দিরগুলিতেও চূড়া বসানোর কাজ শেষ হয়েছে। শনিবার মন্দির চত্বরে পাথর কেটে বসানো হচ্ছিল। মূল মন্দিরের উপরেও লোহার খাঁচা বেঁধে কাজ চলছে। কতটা অগ্রগতি হয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।