সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। এদিন প্রি-কোয়ার্টার ফাইনালে চন্ডীগড়কে হারাল ৩ রানে। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট মহম্মদ শামি এবং করণ লালের। ৩৩ রান করেন করণ। ৩২ রানে অপরাজিত শামি। বাংলার হয়ে ৪ উইকেট সায়ন ঘোষের।
প্রি-কোয়ার্টার ফাইনালে এদিন বাংলার প্রতিপক্ষ ছিল চন্ডীগড়। চিন্নাস্বামীর ব্যাটিং সহায়ক পিচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন চন্ডীগড় অধিনায়ক মনন ভোহরা। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট মহম্মদ শামি এবং করণ লালের। ৩৩ রান করেন করণ। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। ৮ রানে আউট হন অভিষেক পোড়েল। শূন্যরানে ফেরেন অধিনায়ক সুদীপ ঘোরামি। ২৮ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ৭ রানে আউট হন শাহবাজ আহমেদ। ৩০ রান করেন প্রদীপ্ত প্রামানিক। ৩২ রানে অপরাজিত শামি। চন্ডীগড়ের হয়ে ৪ উইকেট নেন জগজিৎ সিং। ২ উইকেট নেন রাজ বাওয়া। ১ টি করে উইকেট নেন নিখিল শর্মা, অমৃত লুবানা এবং ভাগমেন্দর লাথার।
জবাবে ব্যাট করতে নেমে ১৫৬ রানে শেষ হয়ে যায় চন্ডীগড়ের ইনিংস। চন্ডীগড়ের হয়ে ৩২ রান করেন রাজ বাওয়া। ২৩ রান করেন মনন ভওড়া। বাংলার হওয়ে চার উইকেট সায়ন ঘোষের। ২ উইকেট কনিষ্ক শেঠের। একটি করে উইকেট মহম্মদ শামি এবং শাহবাজ আহমেদের।
আরও পড়ুন- অ্যাডিলেডে বিরাট রান না পেলেও, কোহলির প্রশংসায় গাভাস্কর। কিন্তু কেন ?