ভোর রাতে হঠাৎই বাড়ি যাওয়ার আবদার! রোগীর আবদার মেটাতে না পারায় শেষ পর্যন্ত মার খেতে হল কর্তব্যরত নার্সকে। তাকে উদ্ধার করতে এসে আহত হলেন আরো এক স্বাস্থ্যকর্মী। শনিবার ভোররাতে এভাবেই উত্তেজনা ছড়ালো এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) গ্যাস্ট্রো বিভাগে।

দীর্ঘদিন ধরে এসএসকেএমের গ্যাস্ট্রো বিভাগে (gastro department) চিকিৎসাধীন সোদপুরের এক যুবক। শনিবার তার ছুটির কথা থাকলেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য তা বাতিল হয়। বাড়ির লোককে দেখতে না পেয়ে রাতের দিকে হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবক।

বাড়ি যাওয়ার জন্য নার্স স্বাস্থ্যকর্মীদের কাছে আবেদন জানিয়ে কোন সুরাহা না হওয়ায় হঠাৎই নার্সের উপর চড়াও হয়। তার আগে ওয়ার্ডের অন্যান্য রোগীদেরও মারধর করে প্রচন্ড। স্যালাইনের স্ট্যান্ড তুলে নিয়ে কর্তব্যরত নার্সের পিঠে আঘাত করে। তাকে রক্ষা করতে এসে আহত হন আরো এক স্বাস্থ্যকর্মী। প্রায় দেড় ঘন্টা এই পরিস্থিতি চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।









































































































































