প্রতিবেশী দেশে অশান্তিতে বারবার হিংসার শিকার সংখ্যালঘু মানুষ। এই পরিস্থিতিতে শুধুমাত্র বিবৃতি প্রকাশ করেই চুপ কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। কেন্দ্রের হস্তক্ষেপের জোর সওয়াল করে এবার পথে নামল শহরের দুই সংগঠন নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেনস ফোরাম। রাজ্যপালের (Governor) মাধ্যমে নিজেদের দাবি কেন্দ্রের কাছে জানাবেন তাঁরা।

প্রতিদিন উত্তরোত্তর বাংলাদেশে বাড়ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার। সেইসঙ্গে লাগাতার ভারত বিরোধী কথাবার্তা। প্রতিবাদে রবিবার পথে নামে নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেনস ফোরাম। তাঁদের দাবি, মণিপুরের (Manipur) সময় যেভাবে চুপ করে থেকেছে কেন্দ্র সরকার বাংলাদেশের ঘটনাতেও সেভাবেই নীরবতা বজায় রাখা হচ্ছে।

বাংলাদেশে অশান্তি হলে তার প্রভাব সব থেকে বেশি পড়বে বাংলায়। কারণ বাংলাই বাংলাদেশের সঙ্গে সীমানা (international border) ভাগ করে নেয়, সুকিয়া স্ট্রিটের (Sukia St.) মিছিল থেকে দাবি দুই সংগঠনের। রাজ্য সরকার যেখানে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশ্ন তোলেন তাঁরা।
ইতিমধ্যেই বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভায় দলনেতা সুদীপ বন্দোপাধ্যায় কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার দাবি করেন। এবার শহরের দুই সংগঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাওয়ার বার্তা দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি জানান এই দুই সংগঠন রাজ্যপালের কাছে তাঁদের দাবি জানাবেন। এবং আবেদন করবেন রাজ্যপাল যেন সেই দাবি কেন্দ্রের কাছে পৌঁছে দেন।









































































































































