আইএসএল-এর ফের শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে দিল জোসে মোলিনার দল। বাগানের হয়ে গোল মনবীর সিং এবং লিস্টন কোলাসোর। দুটো গোলই হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল মোহনবাগান।
ম্যাচের শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের প্রথম থেকেই আক্রমণে ঝড় তোলে মোলিনার দল। যার ফলে ম্যাচের ১০ মিনিটের মাথায় সুযোগ পেয়ে যান লিস্টন। নর্থইস্টের রক্ষণ টপকে তিনি বিপক্ষ তেকাঠির সামনে এগিয়ে এসেছিলেন। বক্সের একেবারে ধার থেকে লিস্টন নজরকাড়া শটও মারেন। কিন্তু, দূর্ভাগ্য যে বলটা গোলপোস্টে লেগে ফিরে আসে। প্রতিহত হয়ে আসা বলে আবারও শট নিতে যান ম্যাকলারেন। কিন্তু, তিনি অফসাইডের কবলে পড়ে যান। প্রথমার্ধের একেবারে শেষবেলায় সুযোগ এসেছিল দিমি পেত্রাতোসের সামনে। বক্সের ঠিক বাইরে থেকেই জোরাল শট মারেন তিনি। কিন্তু, নর্থইস্টের গোলকিপার গুরমিত অসাধারণ একটি সেভ করে বলটা ঠেলে বের করে দেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। যার ফলে ম্যাচের ৬৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানকে গোল করে এগিয়ে দেন মনবীর সিং। নর্থইস্ট বক্সের বাইরে ডান দিকে বল পান তিনি। বল নিয়ে বিপক্ষের ডিফেন্ডারকে এগিয়ে বাঁ দিকে এগোতে থাকেন। গোলের মাঝামাঝি গিয়ে বাঁ পায়ের বাঁকানো শট নেন। নর্থইস্ট গোলকিপার গুরমিত সিং-এর কিছু করার ছিল না। এরপর বাগানের দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৭১ মিনিটে। এবার সবুজ-মেরুনকে গোল করে এগিয়ে দেন লিস্টন কোলাসো। বাঁ প্রান্তে বল পাওয়ার পর শট মারার জন্য ভেতরে অনেকটা ঢুকে আসেন তিনি। নিজেকে ঠিক জায়গায় নিয়ে এসে ডান পায়ে যে নীচু শট মারলেন লিস্টন, এক্ষেত্রে নর্থইস্টের গোলরক্ষকের কিছু ছিল না।
আইএসএলে টানা আটটি ম্যাচে গোল করার পর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গত ম্যাচে ছন্দ হারিয়েছিলেন আলাদিন আজারাই। মোহনবাগান তাঁকে গোটা ম্যাচে বোতলবন্দি করে রাখল। ইস্টবেঙ্গল ম্যাচে তবু কিছু সুযোগ পেয়েছিলেন। মোহনবাগান কোনও সুযোগই দিল না মরক্কোর ফুটবলারকে। কার্ড সমস্যায় রক্ষণে ছিলেন না আলবের্তো রদ্রিগেস , শুভাশিস বসু। সেই জায়গায় মাঝে দীপেন্দু বিশ্বাস এবং আশিক কুরুনিয়নকে খেলালেন মোলিনা। নিজেদের দায়িত্ব ভাল ভাবেই পালন করেন তাঁরা।
আরও পড়ুন- চেন্নাইয়ান এফসিকে হারিয়ে কী বললেন লাল-হলুদ কোচ ?