কেন্দ্রের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ: ধর্মতলায় জনসভা তৃণমূলের

0
2

কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতি ক্রমশ অসংগঠিত শ্রমিকদের জীবনে নিয়ে এসেছে কালো দিন। আইএনটিটিইউসির (INTTUC) প্রতিষ্ঠা দিবসে ৯ ডিসেম্বর ধর্মতলার জনসভা থেকে কেন্দ্রের সেই ভ্রান্ত শ্রমিক নীতির বিরোধীতায় জনসভা ধর্মতলায়। উপস্থিত থাকবেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

রাজ্যের শ্রমিক স্বার্থে বরাবর নতুন প্রকল্প তৈরি থেকে শ্রমিক স্বার্থরক্ষার লড়াই চালিয়ে গিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। চা শ্রমিকদের উন্নয়ন থেকে বিড়ি শ্রমিক, পাথর খাদান শিল্পের শ্রমিক সকলের জন্যই প্রকল্প নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির জন্য ক্রমশ অসংগঠিত শ্রমিকের সংখ্যা বেড়েছে।

রাজ্যের শাসক দল এবার আইএনটিটিইউসি (INTTUC) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে রাজ্যসভার (Rajyasabha) জন্য মনোনীত করেছে। তিনি সংসদে (Parliament) গিয়ে শ্রমিকদের সেই দাবিগুলি তুলে ধরবেন। শ্রমিক স্বার্থে রাজ্য সরকারের যেসব পরিকল্পনা রাজ্যের শ্রমিকদের জীবনে পরিবর্তন এনেছে সেই সব দাবি এবার উঠবে সংসদে কেন্দ্রের সরকারের সামনে। আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার জনসভা থেকে কেন্দ্রের সামনে সেই দাবিগুলি নিয়েই সোচ্চার হবেন দলীয় নেতৃবৃন্দ।