একদিকে দেশে বেকারত্ব ও মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে সেই সময়ই কেন্দ্রের সরকারের তৈরি করার ব়্যাম্পে হাঁটছেন দেশের মন্ত্রীরা। ভারত মন্ডপের মঞ্চে র্যাম্পে হাঁটতে দেখা গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) এবং শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। তবে তাঁর সাজ দেখে কটাক্ষ রাজ্যের শাসকদলের।
দেশের সংস্কৃতিকে তুলে ধরতে ভারত মণ্ডপম (Bharat Mandapam) মঞ্চে তিন দিনের অষ্টলক্ষ্মী মহোৎসবের (Ashtalakshmi Mahotsav) আয়োজন করেছে কেন্দ্র সরকার। শনিবার সেই মঞ্চে উত্তরপূর্ব ভারতের সংস্কৃতিকে তুলে ধরতে ব়্যাম্পে হাঁটার আয়োজন করা হয়। আর এই দায়িত্ব ছিল দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাঁধে। সেখানেই দেখা গেল কোট প্যান্ট গলায় স্কার্ফ বেঁধে ব়্যাম্পে হাঁটলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। একদিকে যখন রাজ্যে বিজেপি নেতারা বাংলাদেশ ইস্যুকে তুলে ধরে প্রতিদিন অশান্তি তৈরির চেষ্টা করছেন তখন নিশ্চিন্ত ভাবে ধরা দিলেন রাজ্য বিজেপি সভাপতি।
এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করছেন বলে প্রতিক্রিয়া দেন সুকান্ত। যদিও এই দৃশ্য দেখে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, প্রথমে দেখে ভেবেছিলাম কাকে গলায় একটা কি পরিয়ে খুঁটিতে বেঁধে রেখেছে। গলায় কি একটা ঝুলছে। যাকে যেটা মানায় সেরকমই সেজেছে।