বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা: এপার বাংলা থেকে পাশে দাঁড়ালেন ইমাম মোয়াজ্জেমরা

0
1

বাংলাদেশের সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছিলেন দিল্লির জামা মসজিদের (Jama Masjid) ইমাম সৈয়দ আহমেদ বুখারি। এবার কলকাতা শহর থেকেই ওপার বাংলার সংখ্যালঘুদের সমর্থনে আওয়াজ তুললেন এপার বাংলার সংখ্যালঘুরা। সেই সঙ্গে বাংলাদেশের (Bangladesh) কারণে বাংলায় অশান্তির পরিবেশ তৈরি না করার আবেদনও জানান তাঁরা।

অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে প্রকাশ্যে বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের উপর চলতে থাকা অত্যাচারের প্রতিবাদ করা হয়। যেভাবে ঢাকায় (Dhaka) মূল সড়কের উপর ভারত বিরোধী ও সংখ্যালঘুদের বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হয়, তার প্রতিবাদ করেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব।

সেই সঙ্গে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে গিয়ে ভারতে যেন কোন ধরনের অশান্তি না তৈরি হয়। প্রতিবেশী দেশের অত্যাচারের প্রতিবাদ যেন এ রাজ্যের বা ভারতের শান্তির পরিবেশ নষ্ট না করে সেদিকেও নজর রাখার আবেদন জানান গণতান্ত্রিক ভারতের সরকারের কাছে।