এই সরকার টিকবে না: মহারাষ্ট্র নিয়ে সাফ কথা মমতার

0
1

বিজেপির বিভাজনের রাজনীতিকে কোনদিনই বাংলা প্রশ্রয় দেয়নি। ফলে এরাজ্যে বিজেপি এখনো নিজেদের সংগঠন প্রতিষ্ঠা করতে পারেনি। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে জয়ের পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপির নেতারা। তবে সেই জয় টিকবে না বলেই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

নিউজ এইট্টিন বাংলার একটি সাক্ষাৎকারে বিজেপি সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্য দল সম্পর্কে কিছু বলা সৌজন্য নয়। বিজেপির নানাভাবে ডিভাইড এন্ড রুল প্রয়োগ করেছে ।আমরা তা নিয়ে মন্তব্য করব না।

মহারাষ্ট্রের মহাযুতি জোট নিয়ে মমতা বলেন, মহারাষ্ট্র ঝুলে আছে সুতোর মতো। দল ভেঙ্গে যাদের নেওয়া হয়েছিল তাঁদের উপর ভরসা করেই সরকার হয়েছে। বিজেপি ঝুলে আছে সুতর উপর। এই সরকার টিকবে না। হতে পারে এক বছর। এরপর আবার উদ্ভব ঠাকরেদের হাতেই মহারাষ্ট্রের রাশ যাবে।

বাণিজ্য নগরীতে নরম ভিতের উপর দাঁড়িয়ে থাকা জোটের ভবিষ্যৎ নিয়ে তিনি আরো বলেন, এটা আনস্টেবল সরকার। ওদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। আপনার সংখ্যাগরিষ্ঠতা না থাকলে রাজনৈতিক, অর্থনৈতিক স্টেবিলিটিও থাকবে না।

আরও পড়ুন- দুর্গোৎসবে ‘না’, ফিল্মোৎসবে হাসিমুখে কিঞ্জল- সুদীপ্তা!দ্রোহের ‘নাটক’ ব্যাকফুটে? কৌতুহলী কুণাল