উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ (Hingalganj, North 24 Parganas) ব্লকের দুলদুলি বাজারে শুক্রবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রাতের অন্ধকারে পুড়ে ছাই এক মোবাইলের দোকান। মালিক তরুণ মন্ডল (Tarun Mondal) জানাচ্ছেন অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে গেছিলেন।মধ্যরাতে আচমকা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা পৌঁছে যান দুর্ঘটনাস্থলে। প্রাথমিকভাবে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা হলেও তাতে কোনও কাজ হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মুহূর্তের মধ্যে চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। হতাহতের কোনও খবর নেই, তবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক বলেই আশঙ্কা করছেন মোবাইল দোকানের মালিক।




 
 
 
 


































































































































